এবছর স্যামসাং তাদের গ্যালাক্সি জে ফ্লিপ ফোল্ডেবল ডিসপ্লে ফোন বিক্রির নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি বছরে ডিভাইসটির ২৫ লাখ ইউনিট বাজারজাত করতে চায় প্রযুক্তি জায়ান্টটি। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে কোরিয়ার মিডিয়া এই তথ্য জানিয়েছে। খবর জিএসএম এরিনা।
ইতিমধ্যেই স্যামসাং ৫ লাখ ইউনিট গ্যালাক্সি জেড ফ্লিপ সংযোজন করেছে। চাহিদা থাকলে আরও ২০ লাখ ইউনিট সংযোজন করতে প্রস্তুত তারা।
এই লক্ষ্যমাত্রা ২০১৯ সালে গ্যালাক্সি ফোল্ড বাজারে সরবরাহের চেয়ে বেশি, যা ৪ থেকে ৫ লাখের মধ্যে ছিলো। মূলত গ্যালাক্সি জেড ফ্লিপের দাম তুলনামূলকভাবে কম হবার কারণে ডিভাইসটির বেশি চাহিদা দেখতে কোম্পানিটি।
আগামীকাল উন্মোচন অনুষ্ঠানে গ্যালাক্সি এস২০, গ্যালাক্সি এস২০ প্লাস এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রার পাশাপাশি নতুন গ্যালাক্সি জেড ফ্লিপের উন্মোচন করবে স্যামসাং।