শাওমির গেমিং সিরিজ ব্ল্যাকশার্ক নতুন ফোন আনছে। স্মার্টফোন গেমারদের কাছে অত্যন্ত জনপ্রিয় শাওমির ব্ল্যাকশার্ক লাইনআপের ডিভাইসগুলো।
গত বছর শাওমি এই ব্র্যান্ড এর নতুন স্মার্টফোন, ব্ল্যাকশার্ক টু বাজারে এনে গেমারদের কাছ থেকে অনেক ভাল সাড়া পেয়েছিলো। তাই গত বছরের সফলতার সুত্র ধরে ধারাবাহিকভাবে এবছরও শাওমি বাজারে আনতে চলেছে এই সিরিজের পরবর্তী স্মার্টফোন, ব্ল্যাকশার্ক ৩।
শাওমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ৩ মার্চ একটি অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে রিলিজ করা হবে আপকামিং এই গেমিং স্মার্টফোন।
চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবোতে এই লঞ্চ ইভেন্টের ব্যাপারে ঘোষণা দিয়েছে শাওমির মালিকানাধীন ব্র্যান্ড, ব্ল্যাকশার্ক। ৫.৯৯ ইঞ্চির ফোনের ডিসপ্লে রেজুলেশন ৩১২০*১৪৪০ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ১৮:৯ আর ব্যাবহার করা হবে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে । সফটওয়্যার সাহায্যে ফোনের ডিসপ্লে রেজুলেশনও নিজের সুবিধামতো কোয়াড এইচডি থেকে ফুল এইচডিতে চেঞ্জ করে নেওয়া যাবে। প্রসেসর থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। গ্রাফিক্স সুবিধা দিতে মিলতে পারে অ্যান্ড্রেন ৬৩০ জিপিইউ।
এছাড়া, হার্ডওয়্যার লিকস থেকে জানা যায়, ৫জি ক্যাপেবল এই স্মার্টফোনটিতে থাকতে পারে ১৬ জিবি র্যাম।
স্মার্টফোনটিতে আরও থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।