স্মার্টফোনের বাজার মাতাতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে চীনভিত্তিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি। শিগগিরই শাওমি একটি নতুন ৫জি স্মার্টফোন নিয়ে আসতেছে। রেডমি কে ৩০ প্রো ৫জি মডেলের ফোন নিয়ে আসবে তারা। নতুন এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে।
শাওমি এর দামের ব্যাপারে কিছু বলে নাই। তবে, রেডমি কে ৩০ প্রো ৫জি ফোনটির দাম যথাক্রমে ২৭,১৬০ থেকে ৩১,১৪০ টাকা ধারণা করা হচ্ছে।
চলতি সপ্তাহে প্রকাশিত অন্য এক রিপোর্টে এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছিল। রেডমি কে ৩০ প্রো প্রাইমারি ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। রেডমি ফ্ল্যাগশিপে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। সঙ্গে থাকতে পারে ৮জিবি র্যাম। এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির এমআইইউআই স্কিন চলবে। রেডমি কে ৩০ প্রো তে থাকবে ৫জি কানেক্টিভিটি।