২০১৮ সালে হুয়াওয়ের মেট ২০ প্রো উন্মোচনের সময় রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিটি সামনে আসে। তখন থেকে হুয়াওয়ে এ প্রযুক্তি ফোন বাজারে এনে চলেছে। এবার রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধার ফোনে নাম লেখাচ্ছে শাওমি। খবর জিএসএমএরিনা।
চায়নিজ ন্যাশনাল ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের আবেদন করা নতুন প্যাটেন্ট থেকে জানা গেছে, ফোন থেকে অন্য ডিভাইসে তারবিহীনভাবে চার্জ প্রদানের প্রযুক্তি নিয়ে কাজ করছে শাওমি।
প্যাটেন্ট স্কেচ অনুযায়ী, ফোনটির পিছনে ওয়্যারলেস ইয়ারফোন আটকে রাখার জন্য নতুন অ্যাক্সেসরিজ দেখা যাচ্ছে। একটি ইয়ারবাডের জন্য অন্যটি পাক-শেপ এর জন্য ডিজাইনে রয়েছে এই অ্যাক্সেসরিজ। যদিও প্যাটেন্ট অনুযায়ী বাস্তবিক পণ্যটি শতভাগ একই হবে এমনটি নয়। তবে এর মাধ্যমে বোঝা যাচ্ছে, এই প্রযুক্তির ফলে ব্যবহারকারীরা তাদের ফোনের পিছনে আটকে রেখেই ইয়ারফোন বা ইয়ারবাডে চার্জ দিতে পারবে।