কয়েক সপ্তাহ ধরেই ওয়ানপ্লাস ৮ সিরিজের স্মার্টফোন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রগুলো বলছে, আগামী মাসেই বাজারে আসতে পারে ওয়ানপ্লাস এর নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস।
ধারণা করা হচ্ছে, এবার মোট ৩টি ফোন লঞ্চ করবে ওয়ানপ্লাস। এগুলো হবে ওয়ানপ্লাস ৮, ওয়ানপ্লাস ৮ প্রো, এবং ওয়ানপ্লাস লাইট।
গুঞ্জনগুলো যদি সত্যি হয় তাহলে, ওয়ানপ্লাস ৮ হবে বেইজ মডেল। ওয়ানপ্লাস ৮ প্রো হবে শক্তিশালী ভ্যারিয়েন্ট। এবং ওয়ানপ্লাস ৮ লাইট হবে একটু বাজেট বান্ধব।
ওয়ানপ্লাস ৮ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন হচ্ছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, মূল ক্যামেরায় ৩টি লেন্স, এবং ৬.৬৫ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে।
ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে চার লেন্সের ক্যামেরা আশা করা হচ্ছে। এতে ১২জিবি র্যাম থাকতে পারে। ওয়ানপ্লাস ৮ এবং ৮ প্রো ফোনের দাম কত হবে এই বিষয় কিছূ জানা যায়নি ।