নতুন ল্যাপটপ বাজারে আনল অনার। নতুন ম্যাজিকবুক ১৪ এবং ম্যাজিকবুক ১৫ এএমডি রাইজেন 5৫ প্রসেসর, ৬৫ডাব্লু ফাস্ট চার্জিং, ফুল ভিউ ডিসপ্লে। হালকা-পাতলা এই দুটি নতুন ল্যাপটপ বাজারে এনেছেকরল উইন্ডোজ ১০। নতুন ম্যাজিকবুক ১৪ ও ম্যাজিকবুক ১৫ -এ থাকছে এএমডি রাইজন ৫ প্রসেসর, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং, ফুল ভিউ ডিসপ্লে। হালকা-পাতলা এই দুই ল্যাপটপে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চলবে। নতুন ল্যাপটপে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পপ-আপ ওয়েব ক্যামেরা থাকছে।
ম্যাজিকবুক ১৪ স্পেসিফিকেশন
ম্যাজিকবুক ১৪ এ থাকছে একটি ১৪ ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। এই ল্যাপটপের ভিতরে রয়েছে এএমডি রাইজন ৫ ৩৫০০ ইউ প্রসেসর, রেডিয়ন ভেগা ৮ জিপিইউ, ৮ জিবি ডিডিআর ৪ ডুয়াল চ্যানেল র্যাম + ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ। প্রসেসর ঠাণ্ডা রাখার জন্য এই ল্যাপটপে বিশেষ ফ্যান ডিজাইন ব্যবহার হয়েছে।
১৫.৯ মিমি পাতলা নতুন ম্যাজিকবুক ১৪-এ ডায়মন্ড কাট এজ থাকছে। ল্যাপটপের ভিতরে রয়েছে ৫৬ লিথিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে ১০ ঘণ্টা চলবে এই ল্যাপটপ। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ হবে ম্যাজিকবুক ১৪। থাকছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র ৩০ মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি ৪৬ শতাংশ চার্জ হবে। থাকছে একটি পপ-আপ ওয়েব ক্যামেরা।
এই ল্যাপটপে রয়েছে একটি ইউএসবি ২.০, ইউএসবি৩.০, এইচডিএমআই, ইউএসবি টাইপ-সি ও ৩.৫ মিমি অডিও পোর্ট। ম্যাজিকবুক ১৪ এর ওজন ১.৩৮ কিলোগ্রাম।
ম্যাজিকবুক ১৫ স্পেসিফিকেশন
ম্যাজিকবুক ১৫ ওম্যাজিকবুক ১৪ -এ একই ডিজাইন ব্যবহার হয়েছে। তবে ম্যাজিকবুক ১৫ -এ একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে থাকছে। ইউএসবি টাইপ-সি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করে মাত্র ৩০ মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি ৫৩ শতাংশ চার্জ হবে। ল্যাপটপের ভিতরে রয়েছে এএমডি রাইজন ৫ ৩৫০০ ইউ প্রসেসর,রেডিয়ন ভেগা ৮ জিপিইউ, ৮ জিবি ডিডিআর ৪ ডুয়াল চ্যানেল র্যাম + ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ। এই ল্যাপটপেও একই পপ-আপ ওয়েব ক্যামেরা থাকছে।