র্যাম্পের সবচেয়ে বড় আকর্ষণ শো-স্টপার এলেন সন্ধ্যার সবচেয়ে আকর্ষণীয় পোশাকে। আপন ভঙ্গিমায় ক্যাটওয়াক করে প্যাসেজ ধরে এগিয়ে এলেন। হাতে নীল রঙের ব্যাগ। অনুগ্রাহীরা যখন পোশাকের গুণগান করতে ব্যস্ত, এমন সময় প্যাসেজের একেবারে সামনে এসে হঠাৎ করেই ব্যাগ থেকে বের করে আনলেন মিরর ব্লু রঙের একটি ভাঁজকরা ফোন। মুহূর্তে সব দর্শকের চোখ আঁটকে গেল সে ফোনে। ভাঁজকরা ফোনটি খুলতেই মুহুর্মুহু ক্যামেরার ক্লিক আর ফ্ল্যাশে আলোকিত হয়ে গেল পুরো ফ্যাশন শো।
স্মার্টফোন যে এখন শুধুই দৈনন্দিন কাজের জন্য তৈরি হয় না, বরং ফ্যাশন স্টেটমেন্ট হিসেবেও ঠাই করে নিচ্ছে, ভাঁজযোগ্য নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ বাজারে এনে তাই দেখিয়ে দিল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নিউইয়র্ক থেকে শুরু করে লন্ডন, মিলান আর প্যারিসের ফ্যাশন সপ্তাহ মাতিয়েছে স্যামসাং এর নতুন এ স্মার্টফোন। নামীদামি সব ডিজাইনারদের পোশাকের পাশাপাশি, প্রতিটি ফ্যাশন সপ্তাহের অন্যতম আকর্ষণ ছিলো গ্যালাক্সি জেড ফ্লিপ, যা দেখতে এবং নতুন এই ফোনে সেলফি তুলতে ছিল ফ্যাশন সচেতন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
মোবাইল নির্মাতারা যখন প্রযুক্তিপ্রেমীদের জন্য একের পর এক চমক নিয়ে আসছেন, সেখানে গেল বছরে বাজারের সবচেয়ে সেরা চমকগুলো নিয়ে এসেছে স্যামসাং। মধ্যম থেকে শুরু করে দামি, সব ক্ষেত্রেই ছিলো তাদের স্বতঃস্ফূর্ত পদচারণা। প্রযুক্তিগত উৎকর্ষতায় তৈরি তাদের ফোনগুলো টেকস্যাভিদের মন জয় করে চলছে। এরই ধারাবাহিকতায় এবার প্রযুক্তির সাথে ফ্যাশনের মেলবন্ধনে তারা বাজারে নিয়ে এলো ভাঁজযোগ্য এ ফোন।
ভাঁজ করা অবস্থায় ছোট্ট ওয়ালেট আকৃতির ফোনটি খুব সহজেই পকেটে রাখা যাবে। আর ভাঁজ খুললেই ৬.৭ ইঞ্চির বিশাল ডায়নামিক অ্যামোলেড টাচস্ক্রিন। ফোল্ডেবল ফোন দেখে ভাবার কোনও কারণই নেই যে এর স্ক্রিন প্লাস্টিকের তৈরি। চমৎকার ইউজার এক্সপেরিয়েন্স উপহার দেয়ার জন্য এবার কাঁচকেও বাঁকিয়েছে স্যামসাং। পুরোটা ভাঁজ না খুলে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে টেবিলের ওপর রেখেও ফোনটি ব্যবহার করা যাবে। ফলে ভøগিং করার সময় একহাতে ফোন ধরে রাখার প্রয়োজন হবে না আর। ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় বিউটি টিপসের চকচকে ভিডিও করার সময় দুই হাতই ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, পাশাপাশি ভাঁজ করা দুই ভাগে দুটি আলাদা আলাদা অ্যাপ ব্যবহারের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
ছোট মেকআপ বক্সের মতো আকৃতির ফোনটির তিনটি ভিন্ন ভিন্ন আকর্ষণীয় রঙ নজর কাড়বে সবার। মিরর পার্পল, মিরর ব্ল্যাক এবং মিরর গোল্ড রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। ভাঁজ বন্ধ করেও রিয়ার ক্যামেরার পাশে থাকা ১.১ ইঞ্চির সুপার অ্যামোলেড কভার ডিসপ্লেতে নোটিফিকেশন দেখা, গান পাল্টানো ছাড়াও ডুয়াল ক্যামেরায় সেলফি তোলার সময় পুরো ফ্রেমটাই দেখা যাবে।
ফোনটি যে শুধুই ফ্যাশনেবল তা নয়। ৭ ন্যানোমিটারের স্নাপড্রাগন ৮৫৫+ চিপসেট এবং অক্টাকোর প্রসেসর সব ধরনের কাজ করবে বিদ্যুৎ গতিতে। ৮ গিগাবাইট র্যামের পাশাপাশি থাকছে ২৫৬ গিগাবাইটের স্টোরজ, যাতে খুব সহজেই ধরে রাখতে পারবেন আপনার আনন্দের সব মুহূর্তগুলো। এর সাথে অডিও এক্সপেরিয়েন্স আরো বাড়াতে স্যামসাং এর সাথে কাজ করেছে একেজি। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ইউয়াই ২ ব্যবহার করা এ ফোনে আছে ৩,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দ্রুততার সাথে চার্জের জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর পাশাপাশি আছে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা।
স্যামসাং তাদের গ্যালাক্সি জেড ফ্লিপের মাধ্যমে শুধু টেক জগতেই নয়, ফ্যাশন জগতেও নিয়ে এলো নতুন এক মাত্রা। প্রি-বুকিং- এ ভারত ও চীনে ব্যাপক সাড়া ফেলেছে এই ফোন। প্রি-বুকিং শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতে দ্বিতীয় রাউন্ডেরও প্রি-বুকিং শেষ হয়ে যায়। খুব শিগগিরই ফোনটি যে একটি ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।