মার্চের শেষে লঞ্চ হবে রেডমি কে ৩০ প্রো। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই খবর জানিয়েছেন রেডমি প্রধান লু ওয়াইবিং। এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। যদিও ঠিক কবে পরবর্তী রেডমি ফ্ল্যাগশিপ লঞ্চ হবে সেই বিষয়ে কোন মন্তব্য করেননি লু।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অন্য এক পোস্ট থেকে জানা গিয়েছে হুয়াওয়ে পি৪০ সিরিজ ও অনার ৩০ সিরিজ লঞ্চের মাঝেই বাজারে আসবে রেডমি কে৩০ প্রো। ২৬ মার্চ লঞ্চ হবে হুয়াওয়ে পি৪০ সিরিজ। অন্যদিকে এপ্রিলের শুরুতে লঞ্চ হবে অনার ৩০ সিরিজ। এর পরেই মার্চের শেষ সপ্তাহে রেডমি কে৩০ প্রো লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে।
রেডমি কে৩০ প্রোতে ৫জি কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। রেডমি কে৩০ প্রো প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সনি আইএমএক্ম৬৮৬ সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। রেডমি ফ্ল্যাগশিপে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। সঙ্গে থাকতে পারে ৮জিবি র্যাম। এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে।
রেডমি কে৩০ তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও রেডমি কে৩০ প্রো তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে ৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এলেও এখনও এই ফোনের দাম জানা যায়নি।