১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আনার পরে এবার স্যামসাং কাজ শুরু করেছে ১৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের ওপর। এই ক্যামেরা সেন্সরটি ২০২০-র চতুর্থ কোয়ার্টারে আমরা দেখতে পারি বিভিন্ন স্মার্টফোনে। মনে করা হচ্ছে প্রথমে এটি আসবে শাওমির একটি স্মার্টফোনে, তারপর স্যামসাংয়ের স্মার্টফোন S21-এ এই সেন্সরটি নিয়ে আসা হবে।
এই ক্যামেরা সেন্সরটি হবে একটি এক ইঞ্চির সেন্সর, যেটি ব্যবহার করবে 9-in-1 পিক্সেল টেকনোলজি। আইসোসেল সেন্সরের থেকে অনেক বেশি উজ্জ্বল ছবি আসবে এই সেন্সরে। তবে শুধুমাত্র শাওমি এবং স্যামসাং নয়, ওপ্পো এবং ভিভো এই কোম্পানি দুটিও স্যামসাংয়ের এই সেন্সর ব্যবহার করতে পারে তাদের স্মার্টফোনে।