অত্যন্ত হাই এন্ডেড স্মার্টফোনের জন্য স্যামসাং তৈরি করতে শুরু করল ফ্ল্যাশ স্টোরেজ। এই ফ্ল্যাশ স্টোরেজ অর্থাৎ স্যামসাং ইইউএফএস ৩.১ ৫১২ জিবি তৈরি করা হবে মূলত মেমোরি বুষ্টের জন্য।
এতে স্মার্টফোনের রীড-রাইট গতি অত্যন্ত দ্রুত হয়ে যাবে, ১২০০ এমবি প্রতি সেকেন্ড। এই স্টোরেজ ব্যবহার করা হলে আপনার স্মার্টফোনে ইনপুট আউটপুট অপারেশনের স্পিড অনেকটা বেড়ে যাবে। আপনার স্মার্টফোন যেকোনো এসএসডি ড্রাইভ যুক্ত ল্যাপটপের থেকেও দ্রুত কাজ করবে।
আপাতত করোনা ভাইরাসের কারণে এখন এই স্টোরেজ প্রোডাকশনে একটু দেরি হচ্ছে তবে আর কিছুদিনের মধ্যে পুরোদমে এর কাজ শুরু হবে।