স্যামসাংয়ের এক্সিনস চিপসেট ডিভিশন বিশ্বের স্মার্টফোন বাজারের তৃতীয় বৃহত্তম চিপসেট সরবরাহকারী হিসেবে খেতাব অর্জন করেছে। পূর্বে তৃতীয় অবস্থানে থাকা অ্যাপল এখন চতুর্থ স্থানে রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএসএম এরিনা।
২০১৯ সালে মোট বাজারের ১৪.১ শতাংশ মার্কেট শেয়ার ছিলো এক্সিনসের দখলে, যা আগের বছরের তুলনায় ২.২ শতাংশ বেশি। মূলত উত্তর আমেরিকা ও ভারতে চাহিদা বাড়ার কারণে এটি সম্ভব হয়েছে।
আগের বছরের তুলনায় ০.৫ শতাংশ কমে গত বছরে অ্যাপলের মার্কেট শেয়ার ছিলো ১৩.১ শতাংশ। তাদের পরেই রয়েছে হুয়াওয়ে।
বাজারে ৩৩.৪ শতাংশ এবং ২৪.৬ শতাংশ শেয়ার নিয়ে গত বছরের প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিলো কোয়ালকম ও মিডিয়াটেক।