বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের প্রাণহানি রুখতে প্রথমবারের মত ভ্যাকসিন তৈরি করেছে জাপান।
ফুজি ফি্লম হোল্ডিং কর্পোরেশনের ‘অ্যাভিজান’ করোনা ভাইরাস প্রতিরোধকারী ঔষধের পর নতুন এই ঘোষণা এল।
ওসাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অ্যানজেসের যৌথ উদ্যেগে এ টিকা তৈরি হয়েছে।
মঙ্গলবার অ্যানজেস ইনকর্পোরেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
১৯৯৯ সালে ওসাকা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষকের এক যুগান্তকারী ঔষধ তৈরি করার পর সেখানেই প্রতিষ্ঠিত এ কোম্পানি জানিয়েছে, নতুন করোনভাইরাসের বিরুদ্ধে ডিএনএ ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়েছে এবং তা শিগগিরই প্রাণীর ওপর পরীক্ষা করা শুরু হবে।
কভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসটি আরএনএ (রাইবো নিউক্লিক এসিড)। তবে কোম্পানিটি বলছে, ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন এই কভিডের ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়। এছাড়া এটি দ্রুত তৈরি করা সম্ভব যা , যা প্রোটিন ভিত্তিক ভ্যাকসিনের চেয়ে দ্রুত উত্পাদন করা সম্ভব।
জাপানের প্রভাবশালী ঔষধ কোম্পানি তাকারা এই ভ্যাকসিনের বাজারজাতের দায়িত্ব নিয়েছে।