চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে তাদের নতুন সিরিজ হুয়াওয়ে পি৪০ ৫জি , পি৪০ প্রো লঞ্চ করে দিল। এই সিরিজ গত বছর লঞ্চ হওয়া হুয়াওয়ে পি৩০, পি৩০ প্রো সিরিজের আপগ্রেড ভার্সন। এই স্মার্টফোনের সাথে সরাসরি মোকাবিলা হবে কোরিয়ান কোম্পানি স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২০ এর সাথে। হুয়াওয়ে এই সিরিজের জন্য লাইকা এর সাথে হাত মিলিয়েছে।
হুয়াওয়ে পি৪০ ৫জি :
হুয়াওয়ে পি ৪০ ৫জি ফোনে ৬.১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে ১০৮০পি + রেজুলেশন সাপোর্ট করবে। এতে ৬০ হার্জ রিফ্রেশ রেটের স্ক্রিন মিলবে। ফোনের সামনে ডুয়েল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আবার ফোনটি চলবে অক্টা কোর কিরিন ৯৯০ ৫জি প্রসেসর দ্বারা। এই প্রসেসরে ৭এনএম + ইইউভি প্রসেস টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আবার এই ফোনে আছে আইপি৫৩ ডাস্ট ও ওয়াটার প্রটেকশন।
ফোনের স্টোরেজের কথা বললে এতে রয়েছে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্প, যার দাম প্রায় ৬৭,০০০ টাকা। ফোনটি ৭ এপ্রিল থেকে চীনে সেলের জন্য উপলব্ধ হবে। অ্যান্ড্রয়েড ১০ এর সাথে আসা এই ফোনে আছে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং ৩,৮০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য এখানে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
হুয়াওয়ে পি ৪০ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এলডি ফ্ল্যাশের সাথে ব্যবহার করা হয়েছে। যেখানে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ভিশন ওয়াইড এঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে, যার অ্যাপারচার এফ/১.৯। আবার দ্বিতীয় ক্যামেরা ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং তৃতীয় ক্যামেরা হল ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। টেলিফোটো লেন্সের সাথে ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে। আবার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজশন (OIS) ইনোভেটিভ ফিচার দেওয়া হয়েছে। সেলফির জন্য এখানে আছে ৩২ মেগাপিক্সেল অটোফোকাস মেন ক্যামেরা এবং আইএর ডেপ্থ সেন্সর।
হুয়াওয়ে পি৪০ প্রো
নতুন সিরিজের প্রো ভার্সনে উন্নত ক্যামেরা ফিচার রয়েছে। এতে ৬.৫৮ ইঞ্চির ওএলইডিED ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই ফোনের পিছনে আছে চারটি ক্যামেরা। যার প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। যেখানে আলট্রা ভিশন ওয়াইড এঙ্গেল ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৯। আবার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজশন (OIS) ইনোভেটিভ ফিচার দেওয়া হয়েছে। অন্য তিনটি ক্যামেরা হল ৪০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল শুটার, ১২ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, থ্রিডি ডেপ্থ সেন্সর।
সেলফির জন্য এখানে আছে ৩২ মেগাপিক্সেল অটোফোকাস মেন ক্যামেরা এবং আইএর ডেপ্থ সেন্সর। এই ফোনে অক্টা কোর কিরিন ৯৯০ ৫জি প্রসেসর ও মালি জি৭৬ এমসি ১৬ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ফোনের পাওয়ারের জন্য আছে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি। আবার এই ফোনে আছে আইপি৬৮ ডাস্ট ও ওয়াটার প্রটেকশন। স্টোরেজের কথা বললে এতে রয়েছে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প, যার দাম প্রায় ৮৪,০০০ টাকা।
হুয়াওয়ে পি৪০ প্রো+
আপনি যদি হুয়াওয়ে পি৪০ সিরিজের সবচেয়ে ভালো ফোনটি চান, তাহলে পি৪০+ আপনার জন্য। এতে র্যাম, স্টোরেজ, প্রসেসর ও ব্যাটারি সবই পি৪০ প্রো ভার্সনের মত। তবে স্ক্রিন ও ক্যামেরায় এই মডেলটিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
হুয়াওয়ে পি৪০ প্রো+ ডিভাইসে পাচ্ছেন ৬.৭ ইঞ্চি ওএলইডি স্ক্রিন (৯০ হার্টজ, ১৪৪০ x ৩১৬০পি, ৫১৮পিপিআই)। ফোনটির স্ক্রিনের উপরের দিকে বাম পাশে রয়েছে ৩২ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা। সাথে থাকছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পি৪০ প্রো+ ফোনটির পিছনের দিকে দেয়া হয়েছে ৫টি লেন্স সমৃদ্ধ ক্যামেরা সেটআপঃ ৫০ মেগাপিক্সেল ‘আল্ট্রাভিশন ক্যামেরা’, ৪০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ২টি ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং একটি ডেপথ সেন্সর।