দেশের বাজারে ভি সিরিজের নতুন ফোন ভি১৯ আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। সুপার নাইট মোড ফটোগ্রাফি প্রযুক্তির এ ফোনের ক্যামেরায় অন্ধকারেও স্পষ্ট ও প্রাণবন্ত ছবি ধারণ করা যাবে। এতে যুক্ত করা হয়েছে ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরা।
ভিভো বাংলাদেশের তথ্যমতে, ভি১৯ মডেলের ফোনটিতে কোয়াড রিয়ার ও ডুয়াল ফ্রন্ট ক্যামেরা থাকবে। রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি এবং ফ্রন্ট প্যানেলে ৩২ ও ৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আছে। ডিভাইসটির ক্যামেরায় যুক্ত হয়েছে সুপার নাইট মুড ফটোগ্রাফি, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা, মুভি মোডসহ চমৎকার সব ফিচার। ৮ গিগাবাইট র্যামের ভি১৯ স্মার্টফোনে ১২৮ গিগাবাইটের অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এতে টাইপ-সি রিভার্সেবল ইউএসবি সুবিধা মিলবে।
দেশের বাজারে ভি১৭ স্মার্টফোন গ্রাহকদের ইতিবাচক সাড়া পাওয়ায় একই সিরিজের সবচেয়ে আধুনিক নতুন ফোন আনছে ভিভো। আগামী মাস থেকে ডিভাইসটি বাজারে মিলবে। ডিভাইসটির দাম প্রকাশ করা হয়নি।