১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে চীনা প্রতিষ্ঠান শাওমি।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, শাওমির ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোনের নাম হতে পারে এমআই ১০এস প্রো বা এমআই সিসি১০ প্রো।
এর আগে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এবং ২০১৯ সালে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট ৮ প্রো বাজারে আনা প্রথম প্রতিষ্ঠানগুলোর একটি ছিলো শাওমি। এছাড়াও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এমআই সিসি৯ প্রোও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংও ১৪৪ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কাজ করছে বলে এর আগে প্রতিবেদনে জানানো হয়েছে।
নতুন এই স্মার্টফোন নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি শাওমি। তবে, বেশি মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর আনায় প্রথম প্রতিষ্ঠানগুলোর একটি তারা।
১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার নতুন এই স্মার্টফোনটি কবে নাগাদ উন্মোচন করা হতে পারে বা এটির বাজার মূল্য কতো হবে তাও জানানো হয়নি।