১৪ এপ্রিল গ্লোবাল লঞ্চ হবে ওয়ান প্লাস ৮ সিরিজ। লঞ্চের আগেই এই সিরিজের বেশ কিছু ফিচার সামনে এসেছে। কয়েকদিন আগে ফোনের সম্ভাব্য দাম ও জানা গিয়েছিল। এবার কোম্পানির সিইও পিট লাউ তার টুইটার অ্যাকাউন্টে ওয়ান প্লাস ৮ এর ক্যামেরা স্যাম্পেল। এই স্যাম্পেল ওয়াইড এঙ্গেল ক্যামেরার সেন্সরের ছিল।
আপনি কেন ওয়ান প্লাস ৮ ফোনটি কিনবেন
১। কোয়ালকম স্নাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ৭ ন্যানো মিটার যুক্ত প্রসেসর আছে এই ফোনে
২। দারুন ক্যামেরা ফিচার। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর আছে
৩। প্রচুর র্যাম ৮ জিবি, ১২ জিবি র্যাম আছে এলপিডিডিআর ৪এক্স র্যাম
৪। ফোনে ফাস্ট মেমোরি আছে। ১২৮ জিবি, ২৫৬ জিবি স্টোরেজ আছে। UFS3.0, super fast ফাস্ট স্টোরেজ
৫। বড় ব্যাটারি এবং ৩০ ওয়াট ফাস্ট চারজিং আছে।
ওয়ান প্লাস ৮ ওয়ান প্লাস ৮ হাইলাইট
অক্সিজেন ও এস, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
৬.৫৫ ইঞ্চ ডিসপ্লে এফ এইচ ডি প্লাস ডিসপ্লে
৯০ হার্জ রিফ্রেশ রেট আছে
কোয়ালকম স্নাপড্রাগন ৮৬৫ প্রসেসর
৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
সনি ৪৮ মেগাপিক্সেল সেন্সর আছে
৮ জিবি, ১২ জিবি র্যাম থাকবে
৪৩০০ মিলি আম্প ব্যাটারি,
৩০ ওয়াট ফাস্ট চারজিং আছে
ওয়ান প্লাস ৮ দাম ( আনুমানিক)
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সন, দাম ৩৯৯৯৯ টাকা ও ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সন, দাম ৪২৯৯৯ টাকা । তবে অনেকের মতে ফোনটির দাম আরও বেশিও হতে পারে ।