নতুন আইফোনের পেছনে বর্গাকার ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি দেখতে ফোন আনছে অপো। মডেল অপো এ৯২এস। এই ফোনে থাকছে ৬টি ক্যামেরা। অনেকে বলছেন ফোনটি বাজারে এলো এটি আইফোন ইলেভেনেকেও নাকি টেক্কা দেবে।
অপো এ ৯২ এস মডেলের ফোনের পেছনে আছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে আছে দুই ক্যামেরা।
সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। PDKM00 মডেল নম্বরে বেঞ্চমার্কিং ও সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।
ফোনটিতে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। ব্যাকআপের জন্য থাকছে ৩৮৯০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৬.৫৭ ইঞ্চির বড় ডিসপ্লে থাকছে। রয়েছে অক্টাকোর প্রসেসর।
পিছনের ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। রঙে রয়েছে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সর।