করোনাভাইরাসের সংক্রমণের কারণে এখনই বাজারে আসছে না মটোরোলার ফোল্ডিং ফোন। লকডাউনের কারণে ফোল্ডেবল ফোন বিক্রি পিছিয়ে দিল প্রতিষ্ঠানটি।
২০১৯ সালে মটোরোলা বাজারে এনেছিল রেজর ফোন। সেটি ছিল প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। এরপর এপ্রিল মাসে এটি ভারতসহ এশিয়ার বাজারে আসার কথা ছিল। কিন্তু লকডাউনে কারণে সেটি পিছিয়েছে।
এই ফোনের একটি ফোল্ডেবল অলিড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোট ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।
এই রেজর ফোনে থাকছে ৬.২ ইঞ্চির ফ্লেক্সিবেল অলিড ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনের বাইরে থাকছে একটি ২.৭ ইঞ্চির ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টো চিপসেট।
এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।