বছর শেষ হতে এখনও মাস বাকি, তবে করোনা পরিস্থিতির জেরে ক্ষতির মুখে প্রায় সব ব্যবসাই। এমন সময়ে বছরের সেরা স্মার্টফোন ঘোষণা করল টেকনিক্যাল ইমেজ প্রেস অ্যাসোসিয়েশন বা TIPA। বিশ্বের ফটোগ্রাফি পাবলিকেশনগুলির সম্মিলিত সংস্থার মতে, ২০২০ এর সেরা ফটো স্মার্টফোন হল হুয়াওয়ে পি৪০।
এই ফোনে রয়েছে অক্টা-কোর কিরিন ৯৯০ ৫জি চিপসেট। অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের এই ফোনে ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ থাকবে। এই ফোনে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
এলজি ভি৬০ থিঙ্ক এই ফোনে থাকবে একটি ৬.৮ ইঞ্চি পি-ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ১২৮জিবি স্টোরেজ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
হুয়াওয়ে পি৪০ এ রয়েছে বৃহত্তম স্মার্টফোন সেন্সর- ৫০ মেগাপিক্সেলP, ১/১.২৮ ইঞ্চ ইউনিট। TIPA পুরস্কারের প্রায় সব মনোনয়নেই নিজেদের ছাপ রেখেছে হুয়াওয়ে পি৪০। প্রসঙ্গত, এই নিয়ে চতুর্থবার এই পুরস্কার পেল চিনা এই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা।
টেকনিক্যাল ইমেজ প্রেস অ্যাসোসিয়েশন বা TIPA পুরস্কারে ফটো ও সেলফি বিভাগে যথাক্রমে সর্বোচ্চ ১৪০ ও ১০৩ পয়েন্ট স্কোর করেছে হুয়াওয়ে পি৪০।