মানব চোখের চেয়ে ভালো কাজ করবে ৬০০ মেগাপিক্সেলের এমন একটি ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে স্যামসাং।
পাশাপাশি গন্ধ বা স্বাদ ধরতে পারবে এমন সেন্সর নিয়েও কাজ চলছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে স্যামসাং ইলেকট্রনিকস-এর সেন্সর বিজনেস টিম-এর প্রধান ইয়নজিন পার্ক বলেন, “আমরা শুধু ইমেইজ সেন্সর বানাচ্ছি না, স্বাদ বা গন্ধ ধরতে পারবে এমন সেন্সর নিয়েও কাজ করছি। মানব অনুভূতির চেয়েও ভালো কাজ করবে শীঘ্রই দৈনন্দিন জীবনে এমন সেন্সর আসবে।”
“অদৃশ্য কিছুকে দৃশ্যমান করতে এ ধরনের সেন্সরের সম্ভাবনা নিয়ে আমরা রোমাঞ্চিত। আর মানব অনুভূতির বাইরে গিয়ে কাজ করার জন্য আমরা মানুষকে সহয়তা করবো,” যোগ করেন পার্ক।
ইমেইজ সেন্সরের দিকে থেকে এই খাতে শীর্ষে রয়েছে স্যামসাং। গত বছর মে মাসে প্রথম ৬৪ মেগাপিক্সেল সেন্সর উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
ছয় মাস পরেই ১০৮ মেগাপিক্সেল সেন্সর বাজারে আনে স্যামসাং। গ্যালাক্সি এস২০ আলট্রা ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এই সেন্সর।
২০১৯ সালে প্রথম ০.৭ মাইক্রন পিক্সেলের ইমেইজ সেন্সরও এনেছে স্যামসাং। তার আগে এই খাতে সবচেয়ে ছোট পিক্সেলের মাপ ছিলো ০.৮ মাইক্রন। সুত্র: আইএএনএস