৫০ এক্স জুমসহ এই প্রথম টেলিফটো লেন্সের ফোন আনল শাওমি। মডেল মি টেন ইয়ুথ এডিশন ফাইভজি। চারটি রঙে ফোনটি পাওয়া যাবে ফোনটি। এতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।
সোমবার চীনের বাজারে ফোনটি অবমুক্ত করে শাওমি। তুলনামূলক কম দামের এই ফোনে থাকছে ফাইভজি কানেক্টিভিটি। সম্প্রতি মধ্যবিত্তের পকেটে ফাইভজি পৌঁছে দিতে রিয়েলমি এনেছিল এক্স৫০এম ফাইভজি। সেই ফোনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই নতুন ফোন নিয়ে এল শাওমি।
মি টেন ইয়ুথ এডিশন ফাইভ জি মডেলের ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি মডেলের চিপসেট। এতে ৪১৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের চিপসেট ব্যবহৃত হয়েছে।
একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে চীনে এই ফোন নিয়ে এসেছে Xiaomi। চীনের বাজারে দাম শুরু হচ্ছে ২০৯৯ ইয়েন থেকে।
অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৬.৫৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আরো আছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে শাওমি। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।