শাওমির ‘মি ব্যান্ড ৪’ গত বছরের জনপ্রিয় পরিধেয় প্রযুক্তিপণ্যগুলোর মধ্যে অন্যতম। চীনে ডিভাইসটির লাখ লাখ ইউনিট বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। আর্ট ফিটনেস ট্র্যাকিং হার্ডওয়্যারের কারণে ব্যাপক সাড়া ফেলে ব্যান্ডটি। ডিভাইসটির সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে এরই মধ্যে মি ব্যান্ড ৪-এর পরবর্তী সংস্করণ আনতে কাজ শুরু করেছে শাওমি। এই ফিটনেস ব্যান্ডের সম্প্রতি একটি ছবি ফাঁস হয়েছে।
ইন্টারনেট ফাঁস হওয়া মি ব্যান্ড ৫ এর ছবিতে পরিষ্কার যে, এই ব্যান্ডের ডিসপ্লে ডিজাইন ইউনিক হবে। কারণ কোম্পানি একে পাঞ্চ হোল ডিসপ্লের সাথে লঞ্চ করবে। ডিসপ্লের নিচের দিকে মাঝখানে কাট আউটটি অবস্থিত। ডিসপ্লেটির অন্য প্রান্তে তারিখ এবং সময়, ব্যাটারি এবং অপারেশন মোড (নাইট মোড ইত্যাদি) সম্পর্কিত তথ্য দেখা যাচ্ছে।
এতে দেখা যায়, মি ব্যান্ড ৫-এর বৈশ্বিক সংস্করণে ১ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি নিয়ার ফিল্ড কমিউনিকেশনস (এনএফসি) সমর্থন থাকবে। ডিভাইসটি গুগল পে সমর্থন করবে।
চীনে ডিভাইসটির দাম পড়বে ১৭৯ ইউয়ান। মি ব্যান্ড ৫-এর বৈশ্বিক সংস্করণের দাম প্রকাশ করা হয়নি।
শাওমি তাদের মি ব্যান্ড ৪-এ ‘মি পে’ সেবা রেখেছিল। এবার ডিভাইসটির পরবর্তী সংস্করণে মি পের পাশাপাশি গুগল পে সমর্থন আসছে। শাওমি মি ব্যান্ড ৪ ও ৩ সংস্করণেও এনএফসি সুবিধা এনেছিল। তবে ফিচারটি চীনের বাইরের ক্রেতারা ব্যবহার করতে পারেননি। মি ব্যান্ড ৫-এর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটছে সূত্র: গ্যাজেটস নাউ