এ সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল অপো। সোমবার লঞ্চ হয়েছে অপো এ ৯২। আপাতত মালয়েশিয়ায় এই ফোন পাওয়া যাবে। নতুন ফোনে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহার করেছে চীনের কোম্পানিটি। সঙ্গে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে অপো এ৯২ প্রি-অর্ডার শুরু হয়েছে। এই ফোনের দাম ১১৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত। কালো ও সাদা রঙে চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোন বিক্রি শুরু করবে অপো।
এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
সঙ্গে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারে ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য থাকছে টাইপ সি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার দিয়েছে চীনের কোম্পানিটি।
ফোনটির পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।