করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বে যখন স্মার্টফোন বিক্রির উপর প্রভাব পড়েছে, সেখানে কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরেছে চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো। কোম্পানিটি সম্প্রতি তাদের ফোনের চাহিদার কথা বলতে গিয়ে জানিয়েছে, গত ২ মাসে ১০ লক্ষ ভিভো এস৬ ফাইভজি ফোন বিক্রি করেছে তারা।
ভিভো এস৬ ফাইভজি ফোনে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজুলেশন ২৪০০ × ১০৮০ পিক্সেল। সাথে এই ফোনে পাবেন ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং শক্তিশালী এক্সিনস ৯৮০ প্রসেসর।
এছাড়াও এই ফোন অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। আবার ফটোগ্রাফির জন্য এতে পাবেন কোয়াড রিয়ার ক্যামেরা। যার প্রধান ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল, এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা আছে। এর ক্যামেরা সেটআপ গোলাকার। পিছনের প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ।
প্রসঙ্গত, গত এপ্রিলে ভিভো এই ৫জি ফোনটিকে চীনে উন্মোচন করেছিল। কোম্পানির দাবি অনুযায়ী, এই প্রসেসর গেমিং প্রেমীদের প্রথম পছন্দ হবে। এছাড়াও এই ফোন পাবেন ৩ডিকার্ভড গ্লাস।