শাওমির ‘মি ব্যান্ড ৪’ গত বছরের জনপ্রিয় পরিধেয় প্রযুক্তিপণ্যগুলোর মধ্যে অন্যতম। চীনে ডিভাইসটির লাখ লাখ ইউনিট বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। আর্ট ফিটনেস ট্র্যাকিং হার্ডওয়্যারের কারণে ব্যাপক সাড়া ফেলে ব্যান্ডটি। ডিভাইসটির সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে শাওমি চিনে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন শাওমি মি ব্যান্ড ৫। কোম্পানি এইবার বেশ কিছু নতুন ফিচার যুক্ত করে এবং এই ব্যান্ডের দাম কম রেখে এটিকে করে তুলেছে আকর্ষণীয়।
শাওমি মি ব্যান্ড ৫ এ ১.১ ইঞ্চি ডায়নামিক কালার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ২.৫ডি স্ক্যাচ প্রতিরোধক গ্লাস প্যানেল রয়েছে। এতে ১০০ বেশি নতুন অ্যানিমেটেড ওয়াচফেইস ব্যবহার করা যাবে। এছাড়াও এবার থেকে আপনারা এই ব্যান্ডের ইন্টারফেসে ১০০-র থেকেও বেশি নতুন অ্যানিমেটেড ওয়াচ ফেস দেখতে পাবেন।
শাওমির নতুন ব্যান্ডের আপনারা ১১টি স্পোর্টস মোড পেয়ে যাবেন, যেখানে শাওমি মি ব্যান্ড ৪ এ ছিল ৬টি স্পোর্টস মোড। এই নতুন মোডের মধ্যে রয়েছে রানিং, ট্রেডমিল, সাইকেলিং, বাইকিং, ফ্রিষ্টাইল, ফুল সুইমিং, এলিপটিক্যাল, রোইং মেশিন, ইনডোর সাইকেলিং এবং যোগা। এছাড়াও এতে মহিলাদের ঋতুস্রাব চক্র ট্র্যাক করার ব্যবস্থা এবং পিএআই স্কোরিং সিস্টেম দেওয়া হয়েছে।
শাওমি মি ব্যান্ড ৫ ব্যান্ডটি ১৪ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এর চার্জার আগের থেকে আরো বেশি উন্নত করা হয়েছে এবং এটিতে ম্যাগনেটিক চার্জার ফিচার রয়েছে। এর ফলে ব্যান্ডটি চার্জ করার জন্য আলাদা করে খুলতে হবে না।
নতুন ট্রেকিং ফিচারের মাধ্যমে আপনারা নিজের ঘুম ট্র্যাক করতে পারবেন। আপনার ঘুমিয়ে পড়ার পরেও এই ব্যান্ড আপনার হার্ট রেট ট্র্যাক করতে পারবে। শুধু তাই নয় ডেটা কালেক্ট করার পরে এই ব্যান্ড আপনাকে জানিয়ে দেবে যে, আপনি কিভাবে আরো ভালোভাবে ঘুমাতে পারবেন।