দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে রিয়েলমি । ফোনটির মডেল রিয়েলমি ৬আই । সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ৬ ও রিয়েলমি ৬ প্রো। এই দুই ফোনের থেকে তুলনামূলক কম শক্তিশালী হার্ডওয়্যারসহ আসতে চলেছে রিয়েলমি ৬আই।
রিয়েলমি ৬আই ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট। সঙ্গে থাকবে ৪ জিবি র্যাম। লঞ্চের সময় এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে।
রিয়েলমি ৬ সিরিজের অন্য ফোনগুলির মতোই রিয়েলমি ৬আই -এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
এবার রিয়েলমি জানিয়েছে, এই ফোনের ভিতরে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্টও ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।নতুন এই ফোনের আয়তন ১৬৪.৪×৭৫.৪×৯.০ মিমি ও ওজন ১৯৫গ্রাম।
চলতি মাসের শেষের দিকে দেশের বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে ।তবে জানা যায়নি এই ফোনের সম্ভাব্য দাম।