শীঘ্রই বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২১। ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে চলতি মাসের প্রথম সপ্তাহে উন্মোচন করা হয়েছে। ফলে ইতিমধ্যেই সেই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। চারটি রিয়ার ক্যামেরা ও হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে চারটি রিয়ারর ক্যামেরার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লের বাঁ দিকে উপরে হোল-পাঞ্চ থাকবে।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬৩.৭×৭৫.৩××৯.৮ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৭৫ ইঞ্চি পিএলএস টিএফটি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন : ৭২০×১৬০০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : এক্সিনস ৮৫০
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৩/৪/৬ গিগাবাইট র্যাম সংস্করণে ৩২/৬৪/৬৪
রিয়ার ক্যামেরা : ৪৮,৮,২,২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১৫ ওয়াট চার্জিং সমর্থন
সূত্র: জিএসএম এরিনা