স্যামসাংয়ের আপকামিং একটি ট্যাবের তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ট্যাবটির মডেল গ্যালাক্সি ট্যাব এস সেভেন।
‘অনলিকস’ নামের একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন ট্যাবটি ১১ এবং ১২.৪ ইঞ্চিতে পাওয়া যাবে। ১১ ইঞ্চির মডেলের আয়তন ১৫৩.৭ মিলিমিটার লম্বা, ১৬৫.৩ মিলিমিটার প্রশস্ত এবং ৬.৩ মিলিমিটার পুরুত্বের।
ট্যাবটির পেছনে বাম কোণা রয়েছে ক্যামেরা এবং ফ্লাশ। এই ট্যাবে এস পেন সাপোর্ট থাকছে। ফ্রন্টের প্যানেলের ঠিক মাঝে রয়েছে সেলফি ক্যামেরা।
ট্যাবটিতে মাইক্রোএসডি কার্ড এবং সিম কার্ড ব্যবহার করা যাবে। থাকছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।
ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৭৭৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হচ্ছে। দ্রুত গতিতে কার্য সম্পাদনের থাকছে কোয়ালকম ৮৬৫ চিপসেট দেয়া হচ্ছে।
কানেক্টিভিটির জন্য ফাইভ জি সাপোর্ট রয়েছে। জুলাই কিংবা আগস্ট মাসে স্যামসাংয়ের নতুন এই ট্যাব বাজারে পাওয়া যাবে।