৬ হাজার এমএএইচ ব্যাটারির সাথে ভারতেএল লঞ্চ হল টেকনো স্পার্ক পাওয়ার ২। এত শক্তিশালী ব্যাটারির সাথে এই রেঞ্জে এটাই সবচেয়ে কম দামি ফোন। টেকনো স্পার্ক পাওয়ার ২ আইস জাদাইট এবং মিস্টি গ্রে কালারে পাওয়া যাবে। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে কোয়াড রিয়ার ক্যামেরা, ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি ২২ প্রসেসর দেওয়া হয়েছে। আসুন টেকনো স্পার্ক পাওয়ার ২ এর উপলব্ধতা ও স্পেসিফিকেশন জেনে নিই।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী টেকনো স্পার্ক পাওয়ার ২ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৭৪.৯×৭৯.৬×৯.২ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৭ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন : ৭২০×১৬৪০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০(গো সংস্করণ)
চিপসেট : মিডিয়াটেক৬৭৬২র হেলিও পি২২
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৪গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪
রিয়ার ক্যামেরা : ১৬, ৫, ২, QVGA মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ১৮ ওয়াট চার্জিং সমর্থন