পিসি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো তাইওয়ানে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স ২০১৯’ প্রদর্শনীতে ৫জি ল্যাপটপের একটি ডামি সংস্করণ প্রদর্শন করে জানিয়েছিল যে, ৫জি ল্যাপটপ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। যার কোড নেম দেয়া হয়েছিল ‘প্রজেক্ট লিমিটলেস’।সম্পূর্ণভাবে তৈরি হওয়া ৫জি ল্যাপটপটি এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া ‘কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস ২০২০)’ প্রদর্শনীতে উন্মোচন করেছে লেনেভো। বিশ্বের প্রথম এই ৫জি ল্যাপটপটির নাম দেওয়া হয়েছে ‘ইয়োগা ৫জি’।
লেনোভো ফ্লেক্স ৫জি একটি অন্য নামেও পরিচিতলেনোভো ইয়োগা ৫জি। এই নতুন ল্যাপটপে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8cx 5G চিপসেট রয়েছে। এছাড়াও আছে ইনবিল্ট উইন্ডোজ ১০ প্রো। এই ল্যাপটপে ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ল্যাপটপটির স্ক্রিন ১৪ ইঞ্চির এবং স্ক্রিন কোয়ালিটি ফুল এইচডি। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:৯।
ইন্টেলের প্রসেসরের পরিবর্তে এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮সিক্স প্রসেসর, যেখানে বিল্ট-ইন রয়েছে কোয়ালকমের এক্স৫৫ ৫জি মডেম। এটি ৬ গিগাহার্জ ৫জি নেটওয়ার্কের পাশাপাশি এলটিই নেটওয়ার্ক সাপোর্ট করবে। লেনেভো জানিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ল্যাপটপ প্রসেসর চালিত বিশ্বের প্রথম ৫জি কম্পিউটার ‘ইয়োগা ৫জি’।
কিছু আকর্ষণীয় ফিচারের কথা বললে এই ল্যাপটপে পাবেন এইচডি ক্যামেরা সাপোর্টের সঙ্গে ফেসিয়াল রেকগনিশন সাপোর্ট। অর্থাৎ আপনি নিজের ফেস আইডি তৈরি করে ল্যাপটপ খুলতে পারবেন। বর্তমানে বায়োমেট্রিক রেকোগনিশনের মধ্যে ফেইস আইডি সবথেকে জনপ্রিয়। এছাড়াও আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন এই ল্যাপটপে। ল্যাপটপে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, সিম স্লট, ইউএফএস ৩.০ হেডফোন জ্যাক। নতুন লেনোভো ফ্লেক্স ৫জি ল্যাপটপে রয়েছে একটি 60Whr ব্যাটারি যা আপনাকে ২৪ ঘন্টার লোকাল ভিডিও প্লেব্যাক সাপোর্ট দেবে।
লেনোভোর এই নতুন ল্যাপটপ ফ্লেক্স ৫জি এর দাম রাখা হয়েছে ১,৩৯৯ মার্কিন ডলার।