নকিয়া ব্র্যান্ডের পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়ে ৫জি চিপসেট স্ন্যাপড্রাগন ৬৯০ সাথে নতুন ফোন নিয়ে আসবে । শক্তিশালী প্রসেসর কোম্পানি কোয়ালকম কিছুদিন আগে তাদের ৫জি প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৯০ লঞ্চ করেছিল। এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন কোম্পানিগুলি মিড রেঞ্জে ৫জি ফোন নিয়ে আসবে।
গতকাল নকিয়া স্মার্টফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল জানিয়ে দিয়েছে তারাও এই প্রসেসরের সাথে ফোন নিয়ে আসবে। আশা করা হচ্ছে এই আপকামিং ফোনের নাম হবে নকিয়া ৭.৩ বা নকিয়া ৬.৩।
নকিয়া ব্র্যান্ডের পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালl এর চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvikas তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে গতকাল জানিয়েছেন তাদের পরবর্তী নকিয়া ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের সাথে আসবে। যদিও তিনি ফোনের নাম জানাননি।
তবে যেহেতু নকিয়া ৭.৩ ও নকিয়া ৬.৩ ফোন নিয়ে বেশকিছুদিন ধরেই খবর সামনে আসছে, তাই বলা যায় এই দুটি ফোনের মধ্যে কোনো একটি নতুন প্রসেসরের সাথে আসবে।