অনেকদিন ধরেই জানা যাচ্ছিলো দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং তাদের নতুন দুটি ফোন গ্যালাক্সি নোট ২০ এবং গ্যালাক্সি ফোল্ড ২ এর উপর কাজ করছে। এর মধ্যে গ্যালাক্সি নোট ২০ হবে ফ্ল্যাগশিপ ফোন এবং নতুন ফোল্ডিং ফোন হিসাবে আসবে গ্যালাক্সি ফোল্ড ২। এই দুটি ফোনের ফিচার ও বেশ কয়েকবার ফাঁস হয়েছে। এবার এর লঞ্চ ডেট সামনে এল। যদিও কোম্পানির তরফে এর লঞ্চ ডেট এখনও জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, এই দুটি ফোন ৫ আগস্ট লঞ্চ হবে।
ডুঙ্গা নামক জনপ্রিয় ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং এর আপকামিং ফোন গ্যালাক্সি নোট ২০ সিরিজ এবং গ্যালাক্সি ফোল্ড ২ আগামী ৫ আগস্ট লঞ্চ হবে। এর লঞ্চ ইভেন্ট নিউইয়র্ক এ আয়োজন করা হবে। এখন দেখার এই রিপোর্ট সত্যি প্রমান হয় কিনা।
আপনাকে জানিয়ে রাখি নোট ২০ সিরিজে তিনটি ফোন থাকবে – গ্যালাক্সি নোট ২০, গ্যালাক্সি নোট ২০+ ও গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা। গ্যালাক্সি নোট ২০ সিরিজে স্যামসাং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে। গ্যালাক্সি নোট ২০ প্লাস ফোনে এই ক্যামেরা সেন্সর থাকতে পারে। এছাড়াও গ্যালাক্সি এস ২০ এর মত এতে ৬৮ মেগাপিক্সেল হাইব্রিড জুম সেন্সর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি নোট ২০ প্লাস ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।