চলতি বছরের শুরুর দিকে আলাদা কোম্পানি হিসেবে যাত্রা করা শাওমির ব্র্যান্ড পোকো তাদের নতুন স্মার্টফোন প্রকাশ করেছে। শাওমি পোকোফোন এফ১ এর উত্তরসূরী হিসেবে প্রকাশিত হয়েছে পোকো এফ২ প্রো স্মার্টফোন। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর, কোয়াড ক্যামেরা, পপআপ সেলফি ক্যামেরা এবং ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ।
পোকো এফ২ প্রো ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল ও রেশিও ২০ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৭.২%। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫। এতে পপআপ সেলফি ক্যামেরা রয়েছে। স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৫জি সাপোর্ট সাথে থাকছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।
পোকো এফ২ প্রো ফোনটিতে অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিইউ হিসেবে অ্যাড্রিনো ৬৫০ রয়েছে।
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৬৪ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ১৩ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ৪২৩০ পিক্সেল রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য ২০ (এফ/২.০) মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা রয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।