স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন দামে একের পর এক ট্রেন্ডসেটিং এবং শক্তিশালী ফোন নিয়ে আসছে রিয়েলমি। লেটেস্ট ফিচার এবং চোখ ধাঁধানো সব ডিজাইনের স্মার্টফোনগুলো খুব সহজেই বিশ্বব্যাপী প্রযুক্তি প্রেমী তরুণ প্রজন্মের মন জয় করে নিচ্ছে।মিডিয়াটেক হেলিও জি ৩৫ এর সাথে এই ফোনটি প্রথম ফোন হবে।
সি সিরিজের স্মার্টফোনগুলো মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় এ ব্যাটারির সম্পূর্ণরূপে চার্জে প্রায় ৪০ ঘন্টার কল টাইম, প্রায় ২০ ঘণ্টার নন-স্টপ ইউটিউব দেখা বা করার সময় ১১ ঘণ্টার বেশি পাবজি খেলা যাবে। রিয়েলমি সি ১১ স্মার্টফোনে ফাস্ট চার্জিং এর পাশাপাশি রিভার্স চার্জিং এর মাধ্যমে অন্য ফোনও চার্জ দেয়া যাবে।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী রিয়েলমি সি ১১ ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬৪.৪×৭৫×৯.৩ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / ইভিডিও / এলটিই
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৫২ আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন :৭২০×১৬০০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : মিডিয়াটেক হেলিও জি ৩৫
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৩/৪ গিগাবাইট র্যাম সংস্করণে ৩২/৬৪
রিয়ার ক্যামেরা : ১২,৮,২,২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১০ ওয়াট চার্জিং সমর্থন