স্মার্টফোনে ফাস্ট চার্জিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। প্রতিনিয়তই ফাস্ট চার্জিং টেকনোলজি আরো উন্নত হচ্ছে। কিছুদিন আগেই অপো ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে তাদের রেনো সিরিজ লঞ্চ করেছিল। এবার চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি নিয়ে আসছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
চীনা সোশ্যাল মিডিয়া সাইট এর তথ্য অনুসারে শাওমির গেমিং ফোন ব্ল্যাক শার্ক এ এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। যদিও শাওমি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এনেছে, তবে কোনো স্মার্টফোনে এখনও এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি।
এদিকে গতবছর শাওমি বেজিং এ অনুষ্ঠিত একটি ডেভেলপার কনফারেন্সে নতুন এই সুপার চার্জিং প্রযুক্তিকে সামনে এনেছিল। সেখানে তারা একটি ভিডিওর মাধ্যমে শাওমি ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো এবং অপোর সুপার ভি০০সি প্রযুক্তির মধ্যে পার্থক্য দেখিয়েছিল। সেই ভিডিও অনুযায়ী, শাওমির ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এর মাধ্যমে যেখানে ৪ হাজার এমএএইচ ব্যাটারি ১৭ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যাচ্ছিল, সেখানে ৩,৭০০ এমএএইচ ব্যাটারি Super VOOC প্রযুক্তির সাহায্যে ১৭ মিনিটে ৬৫ শতাংশ চার্জ হচ্ছিল।
শাওমি জানিয়েছে ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো টেকনোলজি ৯ ফোল্ড চার্জ প্রটেকশন এবং হাই ভোল্টেজ চার্জ পাম্পের সাথে নিয়ে আসা হয়েছে। কোম্পানির মতে, ৯ টির ফোল্ডের মধ্যে ৭ টি ফোল্ড মাদারবোর্ডের সুরক্ষার জন্য এবং ২ টি ফোল্ড ব্যাটারির সুরক্ষার জন্য ব্যবহার হয়েছে।