২০২১ সালের প্রথম দিকে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট লঞ্চ করতে চলেছে কোয়ালকম। প্রাথমিকভাবে সংস্থার পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেটের নাম স্ন্যাপড্রাগন ৮৭৫ বলে জানা গিয়েছে। তবে চলমান কভিড-১৯ প্যান্ডামিকের কারণে পূর্ব নির্ধারণ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে আপকামিং এই চিপসেটটি নিয়ে কাজ শুরু করেছে কোয়ালকম।
স্ন্যাপড্রাগন ৮৭৫ ডিজাইন করা হবে ৫ ন্যানোমিটার নোড আর্কিটেকচার প্রসেসে। চিপসেটটিতে পাওয়ার সেভিংস করার অপশন সহ আরও ব্যবহৃত হবে কোয়ালকমেরই ৫জি মডেম স্ন্যাপড্রাগন এক্স ৬০। গুঞ্জম অনুযায়ী আইফোন ১২ সিরিজেও ব্যবহৃত হবে এই ৫জি মডেমটি। এছাড়া স্ন্যাপড্রাগন ৮৭৫-এ থাকবে (১+৩+৪) সিপিইউ আরেজমেন্ট। যার মধ্যে প্রথমটি মেইন কোর কর্টেক্স-এক্স১ সিপিইউ।
স্ন্যাপড্রাগন ৮৭৫-এ আরও থাকছে তিনটি কর্টেক্স-এ৭৮ কোর, যা একই বিদ্যুত ব্যবহারের করে এ৭৭ এর তুলনায় নিজেই ২০% দ্রুত পারফরম্যান্স দিতে পারবে।
কর্টেক্স-এক্স১ বর্তমানের কর্টেক্স-এ৭৭ এর তুলনায় ৩০% বেশি ভাল পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। জিপিউ এর ক্ষেত্তেও ছাড় দেয়নি কোয়ালকম। ব্যবহৃত হবে তাদের চিরচেনা এড্রেনো। স্ন্যাপড্রাগন ৮৭৫-এ জিপিউ হিসেবে থাকছে এড্রেনো ৬৫০।