শাওমি তাদের লেটেস্ট ফ্লাগশিপ ফোন এমআই ১০ সিরিজ প্রকাশ করেছে কিছূদিন আগে। এমআই ১০ ফোনে ৯০ হার্জ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর ও বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ধারাবাহিকতায় এমআই ১১ সিরিজ নিয়ে কাজ করছে চিনা এই প্রতিষ্ঠানটি ।
শাওমি এমআই ১১ ফোনে থাকবে জেট ফ্রেন্ডলি সঙ্গে প্রয়োজনীয় ও আকর্ষণীয় ফিচার থাকবে । পাশাপাশি এই ফোনে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
ফাঁস হওয়া অনুসারে শাওমি এমআই ১১ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটব্যবহার করা হবে । স্ন্যাপড্রাগন ৮৭৫ ডিজাইন করা হবে ৫ ন্যানোমিটার নোড আর্কিটেকচার প্রসেসে। চিপসেটটিতে পাওয়ার সেভিংস করার অপশন সহ আরও ব্যবহৃত হবে কোয়ালকমেরই ৫জি মডেম স্ন্যাপড্রাগন এক্স ৬০। কর্টেক্স-এক্স১ বর্তমানের কর্টেক্স-এ৭৭ এর তুলনায় ৩০% বেশি ভাল পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। জিপিউ এর ক্ষেত্তেও ছাড় দেয়নি কোয়ালকম। ব্যবহৃত হবে তাদের চিরচেনা এড্রেনো। স্ন্যাপড্রাগন ৮৭৫-এ জিপিউ হিসেবে থাকছে এড্রেনো ৬৫০।
এমআই ১১ বেশ বড় ৬ হাজার এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট পাওয়ার চার্জ ব্যবহার করবে বলে জানা গেছে।
শাওমি জানিয়েছে ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো টেকনোলজি ৯ ফোল্ড চার্জ প্রটেকশন এবং হাই ভোল্টেজ চার্জ পাম্পের সাথে নিয়ে আসা হয়েছে। কোম্পানির মতে, ৯ টির ফোল্ডের মধ্যে ৭ টি ফোল্ড মাদারবোর্ডের সুরক্ষার জন্য এবং ২ টি ফোল্ড ব্যাটারির সুরক্ষার জন্য ব্যবহার হয়েছে।