করোনাভাইরাসের মহামারির মধ্যেই অনলাইন লাইভস্ট্রিমের মাধ্যমে গত মার্চ মাসে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। হুয়াওয়ে পি৩০ সিরিজের আপগ্রেড ভার্সন পি৪০ সিরিজের রয়েছে তিনটি ফোন; পি৪০ ফাইভ-জি, পি৪০ প্রো ও পি৪০ প্রো প্লাস। বিশেষ করে সিরিজটির ক্যামেরা নিয়ে বেশি আলোচনা হয়েছে।
হুয়াওয়ের পি৪০ সিরিজকে ২০২০ সালের সেরা ফটোগ্রাফি স্মার্টফোন হিসেবে নির্বাচিত করেছিল টেকনিক্যাল ইমেজ প্রেস অ্যাসোসিয়েশন (টিপা) । টিপা ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক ঘোষণাপত্রে বলা হয়, ‘হুয়াওয়ে পি৪০ সিরিজ স্মার্টফোন ফটোগ্রাফি সক্ষমতাকে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে উন্নীত করতে সক্ষম হয়েছে। এই সিরিজের তিনটি স্মার্টফোনেই রয়েছে কিরিন ৯৯০ ৫জি চিপসেট, ১/১.২৮ ইঞ্চির বড় সেন্সর এবং এর মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করেছে লাইকা। এই সিরিজের স্মার্টফোন মডেলগুলোর অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো- কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতাসম্পন্ন হোয়াইট ব্যাল্যান্স অ্যালগরিদম যা স্কিন টোন ও টেক্সচার স্বয়ংক্রিয়ভাবে ঠিক রাখে। এছাড়া ডায়নামিক রেঞ্জ ও কম আলোতে ছবি তোলার দক্ষতা বৃদ্ধি, কালার টেম্পারেচার সেন্সর, সকল পিক্সেলে ফোকাস করার ক্ষমতা এবং এক্সডি ফিউশন ইঞ্জিন যা মসৃণভাবে জুম করতে ও ছবির মান ঠিক রাখতে সহায়তা করে।’
আকর্ষণীয় ডিজাইনের হুয়াওয়ের পি৪০ ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৪৮.৯ × ৭১.১× ৮.৫ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / এইচএসপিএ / এলটিই / ৫জি
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৪ ইঞ্চি ওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন :১০৮০×২৩৪০পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : হাইসিলিকন কিরিন ৯৯০ ৫জি
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৬/৮/ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮/১২৮
রিয়ার ক্যামেরা : ৫০+৮+ ১৬ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ৩২ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৩৮০০মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ২২ ওয়াট চার্জিং সমর্থন