ফিনল্যান্ডভিত্তিক ডিভাইস নির্মাতা এইচএমডি গ্লোবাল গত মার্চে ‘নকিয়া ৮.৩ ফাইভজি’ স্মার্টফোনের ঘোষণা দিয়েছিল। ডিভাইসটির সরবরাহ শুরু হবে এই মাস থেকে। তবে ফোনটিকে কোম্পানি কোনো দেশে লঞ্চ করেনি। কিন্তু এবার কোম্পানি ইউরোপের মার্কেটে এই ফোনটিকে নিয়ে আসছে। আসা করা যায় নোকিয়া ৮.৩ ৫জি ফোনটি শীঘ্রই দেশের আসবে। সম্প্রতি এই ফোনকে জার্মানির অ্যামাজন সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বলাই চলে শীঘ্রই এই ফোন বাজারে আসবে।
পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত প্রিমিয়াম সেগমেন্টের নকিয়া ৮.৩ ফাইভজি ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
কাঠামো: অ্যালুমিনিয়াম কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৭১.৯×৭৪.৬×৯ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই ও ফাইভজি
সিম : ডুয়াল ন্যানো, ডুয়াল স্ট্যান্ডবাই
ডিসপ্লে : ৬ দশমিক ৮১ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন : ১০৮০ী২৪০০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫
মেমোরি কার্ড : মাইক্রোএসডিএক্সসি ডেডিকেটেড স্লট
অভ্যন্তরীণ স্টোরেজ : ৬ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪ এবং ৮ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট
রিয়ার ক্যামেরা : ৮০ মেগাপিক্সেল কোয়াড
ফ্রন্ট ক্যামেরা : ২৪ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
সেন্সর : ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে
সূত্র: জিএসএম এরিনা