চীনের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি লঞ্চ করলো তাদের লোয়ার এন্ডেড সিরিজের আরো দুটি নতুন স্মার্টফোন।রেডমি ৯এ ও ৯সি স্মার্টফোন দু’টি সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি ৯ সিরিজের সস্তা ভ্যারিয়েন্ট। এই দুটি নতুন স্মার্টফোনেই দেয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আপাতত মালয়েশিয়াতে লঞ্চ করা হয়েছে, তবে মনে করা হচ্ছে দেশের স্মার্টফোন দুটিকে কিছুদিনের মধ্যেই লঞ্চ করা হবে। ১০,০০০ টাকার কমের এই স্মার্টফোনগুলি বেশ কয়েকটি প্রিমিয়াম ফিচারের সাথে এসেছে।
ডুয়েল সিমের রেডমি ৯এ স্মার্টফোনে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে যার কোয়ালিটি এইচডি প্লাস। এই ডিসপ্লের রেজ্যুলেশন ৭২০দ্ধ১৬০০ পিক্সেল। এই স্মার্টফোনে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর দেয়া হয়েছে। সাথে রয়েছে ৩ জিবি পর্যন্ত র্যাম এবং ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডির মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য রেডমি ৯এ এর পেছনে একটি ক্যামেরা দেয়া হয়েছে, যেটি হলো ১৩ মেগাপিক্সেল সেন্সর। এ ছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এ ছাড়া পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টসহ পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি। চার্জিং ও ডাটা ট্রান্সফারের জন্য এখানে ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ অডিও জ্যাক উপলব্ধ। অপারেটিং সিস্টেমের কথা বললে এতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ইন্টারফেস দেয়া হয়েছে।
রেডমি ৯এ মতো রেডমি ৯এসি স্মার্টফোনেও রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে যার রেজে্যুলেশন ৭২০দ্ধ১৬০০ পিক্সেল। এই স্মার্টফোনে দেয়া হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। সাথে আছে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এই ফোনের বিশেষত্ব হলো এর ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফির জন্য এই ফোনে ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এ ছাড়া ফোনে পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি। এই স্মার্টফোনে ডুয়েল সিম সাপোর্ট করে এবং এটি অ্যান্ড্রয়েড ভার্সন ১০-এর ওপরে কাজ করে।