কিছুদিন ধরে ফোন দুইটি নিয়ে আলোচনা তুঙ্গে ছিল স্যামসাং গ্যালাক্সি এম০১এস। ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে চলতি মাসের প্রথম সপ্তাহে উন্মোচন করা হয়েছে। ফলে ইতিমধ্যেই সেই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম০১এস কে কোম্পানি প্রথমবার ভারতে লঞ্চ করছে। গ্লোবালি এখনো ফোনটি কোথায় লঞ্চ হয়নি। স্যামসাংয়ের ওয়েবসাইটে দেখার আগে এই ফোনটিকে গুগল প্লে কনসোলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেখান থেকে জানা যায় এই ফোন অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপর কাজ করবে।
গুগল প্লে কনসোলে গ্যালাক্সি এম০১এস কে ২ জিবি র্যামের সাথে দেখা গিয়েছিল, যদিও স্যামসাং ওয়েবসাইটে এই ফোনটিকে ৩ জিবি র্যামের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরঅর্থ হয়তো ফোনটি ২ জিবি ও ৩ জিবি র্যামের বিকল্পে আসবে। আবার এতে মিডিয়াটেক এমটি ৬৭৬২ (মিডিয়াটেক হেলিও পি ২২ ) প্রসেসর থাকবে। ফোনটিতে ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হবে। যদিও এর সাইজ এখনও জানা যায়নি। এই ডিসপ্লের রেজুলেশন হবে ৭২০x১৫২০ পিক্সেল।
ডুয়েল সিমের এই ফোনে পেতে পারেন ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। আবার এতে সিঙ্গেল ব্যান্ড ২.৪ গিগাহার্টজ জিপিইউ থাকতে পারে। ফোনটি ৩২ জিবি স্টোরেজের সাথে আসতে পারে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হতে পারে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার থাকতে পারে। ভারতে এর দাম শুরু হতে পারে ৯,০০০ টাকা থেকে।