গত কয়েক সপ্তাহ খুব ব্যস্ত সময় পার করছে কোয়ালকম। ফাইভজি ফোন এবং পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ এবং রোবটিক্স প্লাটফর্ম ও নেটওয়ার্কিং উদ্ভাবনের জন্য চিপ ঘোষণার পর এই ব্যস্ততা বেশ পরিলক্ষিত হয়েছে।
কোম্পানিটি বুধবার তাদের নতুন প্রিমিয়াম মোবাইল চিপসেট উন্মোচন করেছে। গতবছর উন্মোচিত হওয়া স্ন্যাপড্রাগন ৮৬৫ এর পরবর্তী সংস্করণ ‘স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস’ উন্মোচন করা হয়।
এনগ্যাজেটে প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, চিপসেটটিতে অধিকতর উন্নত সেবা এবং ব্যাটারি লাইফ নিশ্চিত করা হয়েছে। আসুস জানিয়েছে তাদের রগ ফোন ৩ স্মার্টফোনে চিপসেটটি থাকবে। এছাড়া লেনোভো তাদের ফাইভজি মোবাইল গেমিংয়ে নতুন চিপসেটটি ব্যবহারের বিষয়ে কাজ করছে।