ভিভো-র সাব ব্র্যান্ড আইকিউওও কে আমরা সস্তা ৫জি ফোন লঞ্চ করার জন্য জানি। কোম্পানিটি ইতিমধ্যেই বেশ কয়েকটি ৫জি ফোন ভারতে লঞ্চ করেছে। কিন্তু এবার আইকো চীনে ৪জি ফোন লঞ্চ করলো। আইকিউওও ইউ১ নামে বাজারে আসা এই ফোনে বড় ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
আসুন এই বাজেট ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।
আইকিউওও ইউ১ ফোনে পাবেন ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর রেজুলেশন ১০৮০ x ২,৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে আছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, গ্রিফিক্সের জন্য এতে অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে অ্যান্ড্রয়েড ১০ বেসড আইকো ইউআই ইন্টারফেস রয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এখানে ওটিজি রিভার্স চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।