আসুসের নতুন গেমিং ফোন আসুস আরওজি ফোন ৩ নিয়ে এসেছে। তার আগে লেনোভো চীনে তাদের এবছরের গেমিং ফোন লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল লঞ্চ করলো। যদিও লঞ্চের আগেই এই ফোনের ফিচার ফাঁস হয়ে গিয়েছিল। লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল না কেবল গেমারদের জন্য সেরা বিকল্প বরং প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি লোভনীয় ডিভাইস। লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর, ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ২০ মেগাপিক্সেল সাইড মাউন্টেড পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এর আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। আবার এর টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ। ফোনের সামনে আছে ডুয়েল স্টেরিও স্পিকার। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের সাথে এসেছে। গ্রাফিক্সের জন্য এতে আছে এড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটিতে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনেট স্টোরেজ আছে।
সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল এর পিছনে আছে দুটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল সেন্সর। আবার সেকেন্ডারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর, যার ফিলড অফ ভিউ ১২০ ডিগ্রী। রিয়ার ক্যামেরা দিয়ে ৩০এফপিএস এ ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের এক পাশে আছে ২০ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা।
অপারেটিং সিস্টেমের কথা বললে এই ফোন অ্যান্ড্রয়েড ১০ বেসড জেডইউআই ১২/লিজিয়ন ওএস এ চলে। পাওয়ারের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ৯০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এই ফোনে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। কোম্পানির দাবি এই ফোনটি ৩০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।