নতুন ৫ জি ফোন আনছে নকিয়া। মডেল নকিয়া ৮.৩ ৫জি। সম্প্রতি এই ফোনটির টিজার প্রকাশ পেয়েছে। নকিয়ার চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারভিকাস নকিয়া ৮.৩ ফোনের টিজার প্রকাশ করেছে। তিনি ফোনের পোলার নাইট কালার এবং ফিনিশের প্রশংসা করেছেন। পাশাপাশি এই ফোনকে কিছুদিন আগে ইউরোপ ও রাশিয়ার সার্টিফিকেশন সাইটেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল।
নোকিয়া ৮.৩ ৫জি ফোনটি কে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এতে থাকবে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
নকিয়া ৮.৩ ফোনে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে। এতে পাবেন ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনের কালার হল পোলার নাইট।
ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও আছে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনে পাবেন ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।