অনেক চিন্তাভাবনার পর চলতি বছরের জুলাইয়ে মিডরেঞ্জের ফোন বাজারে আনে ওয়ানপ্লাস। এবার শোনা যাচ্ছে, প্রযুক্তি প্রতিষ্ঠানটি বাজেট ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
টুইটার অ্যাকাউন্ট ‘দ্য টেক গাই’ থেকে এই তথ্য ফাঁস করা হয়। এতে বলা হয়, সেপ্টেম্বরের শেষে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসরের ফোন আনবে ওয়ানপ্লাস। পরবর্তীতে স্ন্যাপড্রাগন ৪৬০ ও স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর সম্বলিত দুটি ফোন আনবে তারা।
ওয়ানপ্লাস যে সাশ্রয়ী দামের ফোনের বাজারে প্রবেশ করতে চায় তার আভাস গত মে মাসেই দিয়েছিলেন কোম্পানিটির সিইও পিট লাউ। তিনি বলেন, সাশ্রয়ী দামের ফোন আনলে ওয়ানপ্লাসের ক্রেতা আরো বাড়বে। ফলে বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করছি।
জানা গেছে, স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসরের ফোনটিতে থাকবে চারটি কর্টেক্স-এ৭৩ কোর। ৬৬৫ প্রসেসরের ফোনটিতে থাকবে ৪ জিবি র্যাম, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। দাম হবে ২১৩ থেকে ২৪০ ডলারের মধ্যে।
এরইমধ্যে ‘নর্ড’ নামে নতুন স্মার্টফোন বাজারে এনে ভালোই সাড়া জাগিয়েছে ওয়ানপ্লাস। ফোনটির ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম শুরু হয়েছে ৩৩৫ ডলার থেকে।