মহামারির কারণে এ বছর অনেকটা হাল ছাড়া গতিতে চলছে স্মার্টফোনের বাজার। ব্যবসার এই খারাপ সময়েও বাজারে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকা তৈরি করেছে জরিপকারী প্রতিষ্ঠান অমিডিয়া।
চলতি বছরের জুন মাস পর্যন্ত করা এই জরিপে সবচেয়ে বেশি বিক্রিত ১০টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়।
অমিডিয়ার জরিপ অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে অ্যাপলের আইফোন ১১। জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ৩ কোটি ৭৭ লাখ পিস।
জরিপ অনুযায়ী, দ্বিতীয় স্থান দখল করে আছে স্যামসাং ইলেক্ট্রনিক্সের গ্যালাক্সি এ১৫ মডেলের স্মার্টফোন। জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ১ কোটি ১৪ লাখ পিস।
বিক্রির তালিকায় তৃতীয় স্থান দখল করে রয়েছে শাওমির রেডমি নোট ৮। জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ১ কোটি ১০ লাখ পিস।
বেশি বিক্রিত হওয়া তালিকায় চতুর্থ স্থান দখল করে রয়েছে শাওমির আরেকটি স্মার্টফোন রেডমি নোট ৮ প্রো।
পঞ্চম স্থান দখল করে রয়েছে অ্যাপলের আরেকটি স্মার্টফোন আইফোন এসই। চলতি বছরের জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ৮৭ লাখ পিস।
এদিকে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয়তার শীর্ষে থাকা অ্যাপলের আইফোন ১০আর।
চতুর্থবারের মত আবারো সপ্তম বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় রয়েছে অ্যাপলের আইফোন ১১ প্রো ম্যাক্স।
এদিকে অষ্টম নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে শাওমির রেডমি ৮এ, শাওমির রেডমি ৮ এবং আইফোনের ১১ প্রো।