শাওমি বাজারে একের পর এক নতুন ফোন আনছে। এগুলোর বেশিরভাগই ৪জি নেটওয়ার্ক সমর্থনযোগ্য। এবার শাওমি নতুন একটি ৫জি ফোন আনার ঘোষণা দিল। সম্প্রতি শাওমির একটি ফোনকে নেটওর্য়াক অ্যাক্সেস ওয়েবসাইটে দেখা গেছে। যার মডেল নম্বর হল M2007J22C।
যদিও এই ফোনের নাম জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই ফোনটি রেডমি নোট ১০। সাইটে এই ফোনটিকে ৫জি প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০ এর সাথে দেখা গেছে।
যদিও রেডমি নোট ১০ নিয়ে চর্চা এই প্রথম নয়। কিছুদিন আগেও এআই বেঞ্চমার্ক সাইটে এই একই ফোনকে দেখা গিয়েছিল। সেখানেও প্রসেসর হিসাবে ডাইমেনসিটি ৮২০ ছিল। তখনও বলা হয়েছিল এই ফোনটিই রেডমি নোট ১০ হবে। বেঞ্চমার্ক সাইটের রেডমি নোট ১০ ফোনে ৮ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১০ দেওয়া হয়েছে বলেও দেখা গিয়েছিল। এদিকে বেঞ্চমার্ক সাইটে রেডমি নোট ১০ স্কোরের দিক থেকে iQOO Z1 এর থেকে পিছিয়ে ছিল। আইকো জেড ১ এর স্কোর যেখানে ছিল ১৩৩ সেখানে রেডমি নোট ১০ এর স্কোর ছিল ৭৯.২। যদিও আইকো জেড ১ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে। সেদিক থেকে রেডমি নোট ১০ ভালো পারফরম্যান্স দিতে সমর্থ হবে বলেই মনে করা হচ্ছে।