এক সময় বাংলাদেশের মোবাইল ডিভাইস বাজারে এক নম্বর নাম ছিলো নকিয়া। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং পদ্ধতি আসার পর নকিয়া হঠাৎ করেই বাজার থেকে নাই হয়ে যায়। এর পেছনে মূল কারণ ছিলো- অ্যান্ড্রয়েড শুরুতেই গ্রহণ করতে না পারা।
সেই ধাক্কা সামলে নকিয়া অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। যদিও বাজারের এক নম্বর স্থান দূরে থাক, পাঁচ নম্বরেও তাদের জায়গা হয়নি। তারপরও চেষ্টা থামিয়ে রাখেনি প্রতিষ্ঠানটি। সম্প্রতি নতুন একটি ফোনের ঘোষণা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে নকিয়া। আপাতত এটি চমক হিসেবেই থাকছে। কারণ নকিয়া এখনো স্পষ্ট করে বলেনি তারা কী আনছে।
নকিয়া মোবাইল ভারতের টুইটার হ্যান্ডল থেকে এই ‘অপ্রকাশিত’ চমকের বিষয়ে প্রাথমিক ঘোষণা দিয়ে বলা হয়েছে- ‘কামিং সুন’। এই টুইটে একটি ছোট ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখান একটি ফিচার ফোন ও একটি স্মার্টফোনের সংযোগে কিছু একটা হতে যাচ্ছে— এ রকম একটি ধারণা প্রকাশ করা হয়েছে।
টিজার ভিডিওতে যে দুটি ফোন এক সঙ্গে দেখানো হয়েছে, এর একটি হলো নকিয়া সি-থ্রি ও অন্যটি নকিয়ার আইকনিক ফোন নকিয়া ৩৩১০, যা নকিয়া নতুন কিছু পরিবর্তনসহ বছর কয়েক ধরে বাজারে ছেড়েছে।
নকিয়া সি-থ্রিতে ব্যাবহার করা হয়েছে এইট-কোর চিপসেট, তিন জিবি র্যাম ও ৩৬ জিবি রম এবং আছে ছয় ইঞ্চি ৭২০পি ডিসপ্লে। অন্য দিকে নতুন ৩৩১০ এ যোগ করা হয়েছে আধুনিক সব সুবিধা। অর্থাৎ ফিচার ফোন হলেও নতুন সংস্করণে এটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।
টিজারটির মাধ্যমে নকিয়া এ দুটি ফোনের নতুন সংস্করণ আনার ইঙ্গিত দিলো নাকি অন্য কিছু— তা এখনো পরিষ্কার নয়। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, ভারতের বাজারে এই ফোন দুটির নতুন সংস্করণই হয়তো আনছে নকিয়া। সেটি সত্য হলে বাংলাদেশের বাজারেও ফোন দুটি শিগগিরই পাওয়া যাবে।