বর্তমান সময়ে পকেট ওয়াইফাই রাউটার একটি জনপ্রিয় আইসিটি যন্ত্রাংশ। এর ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে৷
সাধারণত মোবাইলে যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো কাজ করেন তাহলে বারবার কল অথবা এসএমএস এর মাধ্যমে আপনি বিরক্ত হতে পারেন। সে কারণে আপনি চাইলেই একটি পকেট ওয়াইফাই রাউটার ব্যবহার করতে পারেন।
পকেট রাউটার ও সাধারন ওয়াইফাই রাউটারের মধ্যে পার্থক্যটা কি সে সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি৷ সাধারণ ওয়াইফাই রাউটার যেকোনো জায়গায় চাইলেই বহন করা যায়না। কিন্তু পকেট ওয়াইফাই রাউটার ইচ্ছে করলে আপনার পকেটে ভরে বহন করতে পারবেন৷ একটি বহনযোগ্য নয় এবং একটি বহনযোগ্য।
সাধারণ ওয়াইফাই রাউটার দিয়ে কেবল মাত্র একটি নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন৷ কিন্তু পকেট ওয়াইফাই রাউটারের দেশের যেকোন প্রান্তে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ রয়েছে৷
সম্প্রতি সময় হুয়াওয়ে বাজারে নিয়ে এসেছে তাদের পকেট ওয়াইফাই রাউটার । যেটি খুব অল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীদের মন জয় করতে সক্ষম হয়েছে। এটি বেশ স্লিম বডি এবং সাদা রঙ্গের মাঝ বরাবর একটি বাটন রয়েছে । দুই পাশে রয়েছে দুইটি ছোট ছোট লাইট। ডান পাশে পাওয়ার অন অবস্থায় জ্বলে থাকে৷ এবং বাম পাশে একটি চার্জরত অবস্থায় জ্বলে থাকে৷
পেছনে রয়েছে একটি ব্যাক পার্ট৷ নিচের দিকে রয়েছে একটি পোর্ট৷ যেটি দিয়ে ওয়াইফাই পকেট রাউটার চার্জ দেওয়া হয়৷
এবং এতে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেটি পনেরশো এম এ এইচ ব্যাটারি৷ যা বেশ ছোটখাটো । অর্থাৎ ব্যাটারিটি যদি পকেট রাউটারের ভেতর থেকে থাকে তবে খুব একটা ভারী মনে হবে না।
হুয়াওয়ে পকেট ওয়াইফাই রাউটারের স্পিড ১৫০ এম্বিপিএস ।
আমি যে হুয়াওয়ের পকেট ওয়াইফাই রাউটার ব্যবহার করি সেটি গ্রামীণফোনের লোগো সম্বলিত। তবে গ্রামীণফোনসহ এতে সকল ধরনের সিম কার্ডে ব্যবহার করা যায়।
কিভাবে ওয়াইফাই সেটআপ দেবেন?
ওয়াইফাই সেটআপ দেয়ার জন্য প্রথমেই আপনাকে রাউটার এর পেছনের দিকে ব্যাকপার্ট টি খুলে ফেলতে হবে। এরপর এতে ব্যাটারি সেট আপ করতে হবে৷ অতঃপর একটি সিম স্লট রয়েছে । যেটাতে আপনি বাংলাদেশের যে কোন সিম কোম্পানির সিম কার্ড সাপোর্ট করবে । এরপর মাঝখানের বাটনটি ৩ থেকে ৪ সেকেন্ড চেপে ধরে রাখুন।
ব্যাস! আপনার ওয়াইফাই সেটআপ হয়ে গেছে।
এখন দেখুন নির্দেশিকা বইয়ের সাথে একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে৷ সে পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
কিভাবে পাসওয়ার্ড অথবা নাম পরিবর্তন করতে পারব?
সে ক্ষেত্রে নির্দেশিকা বইয়ের একটি আইপি এড্রেস দেওয়া রয়েছে । সেটি আপনার ফোন অথবা কম্পিউটারের ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে হবে।
অতঃপর একটি ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেটি ব্যবহার করে আপনি ওয়াইফাই এর সম্পূর্ণ সেটআপ এবং সেটিংস পরিবর্তন করতে পারবেন, সাধারণ ওয়াইফাই রাউটার এর মতন।
হুয়াওয়ে পকেট ওয়াইফাই রাউটারের এক্সট্রা কিছু ফিচারস:
এই পকেট ওয়াইফাই রাউটার ব্যবহার করে আপনি দশটি ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন । অফিশিয়ালি ভাবে বলেছে এই রাউটারের রেডিয়েশন খুব একটা বেশি নয়৷ সুতরাং ব্যবহার করা বেশ স্বাস্থ্যসম্মত৷
কতদূর পর্যন্ত এটি ব্যবহার করা যেতে পারে:
আমার সকল ধরনের ডিভাইস আমি ২০থেকে ২৫ ফুট দূর পর্যন্ত ব্যবহার করতে পারতাম।
এটি আসলে নির্ভর করে আপনার ফোন বা অন্যান্য ডিভাইস এর উপর । ব্যাটারি ব্যাকআপ এর কথা বলতে গেলে হুয়াওয়ে জানিয়েছে এটি ৬ থেকে ৭ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে৷ তবে আমি সে জায়গায় ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি৷ তবে আমি এতে বেশ সন্তুষ্ট৷ এবং এটি অবশ্যই ফোরজি সাপোর্ট করে৷ আপনি চাইলে থ্রি জি সিম কার্ড ব্যবহার করতে পারেন।
তবে খেয়াল রাখবেন অতিরিক্ত সময় কোনো ডিভাইস কানেক্ট রাখবেন না৷ এটি স্বাস্থ্য এবং আপনার পকেট রাউটার দুইটার জন্যই ক্ষতিকর৷